টেকনাফে ৮০ গুলিসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শটগানের ৮০টি গুলিসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় টেকনাফের হাবিরছড়া এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গুলিসহ তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ সালাম (৪০)। তাঁর বাড়ি মিয়ানমারের আকিয়াবের মংডুর খুললম গ্রামে। তিনি নিজেকে মিয়ানমারের আরাকান মুজাহিদীন জামায়াতে ইসলামী সংগঠনের সদস্য পরিচয় দিয়েছেন বলে বিজিবি জানিয়েছে।
টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় টেকনাফের হাবিরছড়া এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সালামকে আটক করা হয়। এ সময় তাঁর পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ৮০টি কার্তুজ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার টাকা। সালামের কাছে সিম কার্ডবিহীন একটি মোবাইল ফোনসেট ও বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৬০ টাকা এবং উর্দু ভাষায় লেখা একটি কাগজও পাওয়া গেছে।
আবু রাসেল সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শটগানের কার্তুজ মিয়ানমারের আরাকান মুজাহিদীন জামায়াতে ইসলামীর একজন নেতা মোহাম্মদ ইসমাইলের আদেশে মিয়ানমারে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কক্সবাজার শহরের পাহাড়তরী এলাকার জনৈক কাদিরের কাছ থেকে শটগানের কার্তুজগুলো সংগ্রহ করেছিলেন।
কাদির নামের ওই ব্যক্তির একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
আটক সালামের বিরুদ্ধে অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা করে বুধবার রাতে টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি।