আ. লীগের ২ পক্ষে সংঘর্ষের আশঙ্কা, ঘাটাইলে ১৪৪ ধারা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শহরে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ঘাটাইলে সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের অপর পক্ষের সমর্থকদের সংঘর্ষের আশঙ্কায় ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, টাঙ্গাইল পৌর সভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি জাহিদুর রহমান খান কাকনসহ ১৪ জনের নামে বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা এই ঘটনায় স্বাগত জানিয়ে সমাবেশ করে। আজ দুপুরে ঘাটাইল কলেজ মোড়ে আমানুর রহমান খান রানার সমর্থকরা সমাবেশের ডাক দিয়ে মাইকিং করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।