নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। পুরোনো ছবি।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ভোরে নদীর ২ নম্বর স্লুইসগেট এলাকা থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ২ নম্বর স্লুইসগেট এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় মিয়ানমার উপকূল থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা দেখতে পান বিজিবির সদস্যরা। পরে নৌকাটিকে ধাওয়া করেন তাঁরা। বিজিবির ধাওয়া খেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
ওই সময় নৌকাটি তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।