নীলফামারীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, দুজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/06/photo-1454743760.jpg)
নীলফামারীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে জলঢাকা-ডিমলা সড়কের বারোগোপাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, জেলার ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে পোলট্রি ব্যবসায়ী জাকির হোসেন (৫০) এবং একই উপজেলার আন্ধারুর মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে পিকআপচালক আব্দুল কালাম (৩৫)। এ ঘটনায় জাকির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, জাকির হোসেন ও তার ছেলে আব্দুল কালাম পোলট্রি ফার্মের খাবার আনার জন্য পিকআপে করে ডোমার থেকে রংপুর যাচ্ছিলেন। পিকআপটি বারোগোপাল নামক স্থানে গেলে ঢাকা থেকে ডিমলাগামী অনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জাকির ও পিকআপচালক নিহত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর পরই বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।