পুলিশভ্যানে কাভার্ডের ধাক্কা, কনস্টেবলসহ নিহত দুই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/08/photo-1454906280.jpg)
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।
আজ সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশভ্যানকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল রোকন উদ্দিন গাইবান্ধার খোদ্দ রসুলপুর এলাকার বাসিন্দা। তবে নিহত কাভার্ডভ্যানের চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়া এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন আবুল কাশেম ও আবদুল হক।
কুমিল্লা হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক জানান, ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সদস্যরা মহাসড়কে যানজট নিরসনে কাজ করছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান পুলিশভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে কনস্টেবল রোকনউদ্দিন গাড়ি থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় কাভার্ডভ্যানের চালকের সহকারীও ঘটনাস্থলে মারা যান।
অপর দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দিয়ে ব্যারাকে আনা হয়েছে।
কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান এনামুল হক।
এর আগে আমাদের চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদ প্রাথমিকভাবে জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুজন।