ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবককে এক বছর করে সাজা
ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মেহেরপুর সদর উপজেলায় তিন যুবককে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান উজুলপুর ভৈরব মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন সদর উপজেলার গোভীপুর গ্রামের শরিফুল ইসলাম (২০), স্বাধীন (২৫) ও বিদ্যুৎ (২০)।
ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান জানান, সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের ভৈরব মাধমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত গোভীপুর গ্রামের শরিফুল ইসলাম, স্বাধীন ও বিদ্যুৎ। আজ সকালে ওই গ্রামের মাদ্রাসার সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে ওই তিন যুবক। তারা বিষয়টি তাঁকে জানালে তিনি পুলিশ সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। আসামিরা তাদের অপরাধ স্বীকার করলে ১৮৬০ সালের দণ্ডবিধি ৫০৯ ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা সালেহীন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালাচাঁদপুর গ্রামের কিছু ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ওই তিন বখাটে উত্ত্যক্ত করছিল। গ্রামের লোকজন তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানিয়েছেন, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।