কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফের জানাজা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/09/photo-1454966546.jpg)
কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আবদুর রউফের প্রথম জানাজা সোমবার বেলা ১১ টায় তার সাবেক কর্মস্থল কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। তাঁর দ্বিতীয় জানাজা দুপুর ২টায় টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযায় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক- ছাত্রসহ নানা পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক অংগসংগঠনগুলো আবদুর রউফকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে আসর নামাজ শেষে কুমিল্লা চকবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।
সন্ধায় শহরের চকবাজার এলাকায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয় এই বর্ষিয়ান নেতার মরদেহ।
অধ্যক্ষ আবদুর রউফ ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক, শিক্ষাবিদ, কুমিল্লা জেলা আওয়ামীগ নেতা। তিনি পর পর ২ বার সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ আবদুর রউফ গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতলে মৃত্যুবরন করেন।