পুলিশের ভূমিকার সমালোচনা প্রধানমন্ত্রীর উপদেষ্টার
হুমায়ুন আজাদের হত্যাকারীদের শাস্তি দিলে অভিজিতের ব্যাপারটি ঘটত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে এক সেমিনারে তিনি একথা বলেন।
‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক আয়োজিত সেমিনারে অভিজিৎ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এইচ টি ইমাম বলেন, পুলিশের নীরব ভূমিকার জন্যই অনেক সময় বড় ধরনের অপরাধ সংঘটিত হয়। সেমিনারে তিনি আরো বলেন, ‘হুমায়ুন আজাদকে যে হত্যা করা হলো, এত পরিকল্পিতভাবে। এই কেসটির যদি সঠিকভাবে তদন্ত করে শাস্তি দেয়া যেত, তাহলে বোধহয় অভিজিতের ঘটনাটি ঘটত না।’ এ সময় তিনি এ ধরনের আরো কিছু বড় বড় মামলার সুরাহা করতে পুলিশের প্রতি আহ্বান জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে জঙ্গি সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে সেমিনারে মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।
সেমিনারে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের কোনো খবর এখনো তাঁদের জানা নেই।
এ সেমিনারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে একাত্তরের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর আক্রমণের খবর দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য তৎকালীন পুলিশ সদস্য ওয়্যারলেস অপারেটর শাহাজাহান মিয়াকে সম্মাননা দেওয়া হয়।