বেঁচে থেকে জাতির কল্যাণে কাজ করতে চায় জাহিদ
জীবনের স্বর্ণালি দিনগুলো শীতের পাতার মতো ঝরে যায়। তবুও এ জীবনকে সাজাতে সবার কতই না আয়োজন। সাজানো খেলাঘর ভেঙে চুরমার করে নেমে আসে নিষ্ঠুর মরণ।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তেমনি সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম (১৮)। অনেক স্বপ্ন নিয়ে শরীয়তপুরের সদর উপজেলার জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন। তাঁর আশা উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এরই মধ্যে জাহিদ দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
ভর্তি আছেন মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। ক্যান্সার তাঁর সমগ্র দেহের বিভিন্ন অংশসহ হাড়ে ছড়িয়ে পড়েছে এবং পা থেকে কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে।
গত ২৬ জানুয়ারি রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ গোলাম মোস্তফা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পূর্ণাঙ্গ সুস্থ্যতার জন্য এক বৎসরের বেশি সময় নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে। যার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু জাহিদের কৃষক বাবার পক্ষে এ খরচ বহন করা সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ে জাহিদের বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। তাঁরা জাহিদের জন্য ন্যাড়া হয়ে শিক্ষার্থীদের কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন। বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁদের সংগৃহীত এই অর্থ জাহিদের দূরারোগ্য ব্যাধির চিকিৎসা ব্যয়ের জন্য খুব সামান্য।
মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। তাই আশা করছি, জাহিদকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষরা এগিয়ে আসবেন। প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭৩৬৪৩০১৬৩ ও ০১৫১৫৬৩৮০২৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
সাহায্য পাঠাবার ঠিকানা
সঞ্চয়ী হিসাব নম্বর : ১০১১০৩০৫৫৯১২৫,
ডাচ-বাংলা ব্যাংক, দিলকুশা, মতিঝিল শাখা।
ডাচ-বাংলা মোবাইল অ্যাকাউন্ট : ০১৭৩৬৪৩০১৬৩২
বিকাশ নম্বর : ০১৭৩৬৪৩০১৬৩, ০১৭৩৭০০২৮৭৬, ০১৭৯০৫৮২৬৯০ ও ০১৭৭৪১৫০৭৩০।