শরীয়তপুরে ইজতেমায় এক ব্যক্তির মৃত্যু
শরীয়তপুরে ইজতেমা ময়দানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আজিজুর রহমান (৬৫)। তাঁর বাড়ি বগুড়ায়।
আজ শুক্রবার সকালে আজিজুর রহমানের ইজতেমার সাথিরা ঘুম থেকে জেগে তাঁকে মৃত বলে শনাক্ত করেন।
ইজতেমা ময়দানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার রাতে বয়ান শুনে সাথিদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন আজিজুর রহমান। সকালে ঘুম থেকে না ওঠায় সাথিরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন, তিনি সাড়া দিচ্ছেন না। পরে ইজতেমা ময়দানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজিজুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবারই প্রথমবারের মতো শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে এ ইজতেমা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বাদ জহুর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শরীয়তপুরের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।