গাইবান্ধায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এলাকাবাসী তাঁর স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আস্কুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ আঞ্জুয়ারা বেগম (৩০) একই উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় মমলার প্রস্তুতি চলছে।
আটক মনির হোসেন আস্কুর গ্রামের নূর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায়ই আঞ্জুয়ারা ও মনিরের মধ্যে পারিবারিক কলহ হতো।এরই জেরে আজ সকালে মনির আঞ্জুয়ারাকে মারধর করে। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনা জানার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আঞ্জুয়ারার স্বামী মনিরকে আটক করে পুলিশে সোর্পদ করে।