টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্যালয়ে আটক মিয়ানমারের নাগরিক আয়াজ উদ্দিনকে আজ বুধবার সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : এনটিভি
আজ বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়নমারের এক নাগরিককে আটক করা হয়েছে।
আটক আয়াজ উদ্দিনের (২২) বাড়ি মিয়ানমারের মংডু এলাকার প্রাংপ্রো।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবুজর আল জাহিদ জানান, টেকনাফ ব্যাটালিয়নের একদল সদস্য নাফ নদের নাইট্যংপাড়া এলাকায় টহল দেওয়ার সময় দেখতে পায় একদল ইয়াবা পাচারকারী নৌকা নিয়ে তীরে উঠছে। তাঁদের দেখে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় অন্য আরেক দল বিজিবি সদস্য নাফ নদের হ্যাচার খাল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আয়াজউদ্দিনকে আটক করে।
আল জাহিদ আরো জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।