সিলেটে হাওর থেকে বিস্ফোরক ও ডেটোনেটর জব্দ
সিলেটের কানাইঘাট উপজেলার একটি হাওরের কেয়া বন থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা তৈরির সরঞ্জাম, শক্তিশালী ডেটোনেটর ও বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে পুলিশ। আজ সোমবার সকালে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, উপজেলার ব্রাহ্মণগ্রামসংলগ্ন হাওর এলাকার একটি কেয়া বনে গতকাল রোববার সন্ধ্যা থেকে তল্লাশি চালানো হয়। আজ সকালে পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা তৈরির সরঞ্জাম, আটটি শক্তিশালী ডেটোনেটর ও নিওজেল-৯০ নামের আটটি বিস্ফোরকদ্রব্য জব্দ করা হয়।
জব্দ করা বিস্ফোরকদ্রব্য পরীক্ষার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কে কী কারণে এসব রেখেছিল, সে বিষয়ে কোনো তথ্য জানতে পারেনি তারা।