দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কেন নয়, হাইকোর্টের রুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কেন সুযোগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জারি করা নোটিশ কেন অবৈধ ঘোষণা ও বাতিলের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
শিক্ষার্থীদের পক্ষে ২৬ জন অভিভাবকের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা কমিটি, ডেপুটি রেজিস্ট্রার ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন। তাঁদের পক্ষে ২৬ জন অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। রুলে ২০১৫ সালে কেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জারি করা নোটিশ কেন অবৈধ ঘোষণা ও বাতিলের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ অক্টোবর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করে নোটিশ জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারান।