রাজবাড়ীতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাজবাড়ীর অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আকবর আলী, রাজবাড়ী জেলা বিচার বিভাগীয় কর্মকর্তারা, জেলা বার অ্যাসোসিয়েশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা জাসদের নেতারা, সিভিল সার্জনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।