বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

সারা দেশে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জাহিদুর রহমান, সাভার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছেন। সকালে আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ড.এনামুর রহমান। অন্যদিকে একই সময়ে সাভারের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম সমরসহ বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সাংবাদিক, পুলিশসহ সর্বস্তরের মানুষ।
মোস্তাফিজ আমিন, ভৈরব : দিবসের প্রথম প্রহরে ভৈরব বাজারে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহীনের নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা কমান্ডার মো. সিরাজ উদ্দিন ও ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া পৌর মেয়র হাজি মো. শাহীনের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে।
নাসির আহমেদ, গাজীপুর : দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। এরপর গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। বিভিন্ন সংগঠনের পদচারণায় গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : নরসিংদীতে যথাযথভাবে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি। ১২টা ১মিনিটে কেন্দ্রীয় স্টেডিয়ামের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি আবু হেনা মোরশেদ জামান, এসপি আমেনা বেগম, সিভিল সার্জন পুতুল রায় প্রমুখ। এ ছাড়া নরসিংদী মহিলা পরিষদ, প্রেসক্লাব, যুগান্তর স্বজন সমাবেশসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করে।
ভজন দাস, নেত্রকোনা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।
একুশের প্রথম প্রহরে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, ডিসি ড. তরুণ কান্তি শিকদার, এসপি জয়দেব চৌধুরী।
পরে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
আহসান হাবীব, রাজবাড়ী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর ১২টা ১মিনিটে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। পরে জেলা প্রশাসনের পক্ষে ডিসি জিনাত আরা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি জিহাদুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা বিচার বিভাগীয় কর্মকর্তা,জেলা বার অ্যাসোসিয়েশন,সম্মিলিত সাংস্কৃতিক জোট,জেলা জাসদের নেতা, সিভিল সার্জনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সঞ্জিব দাস, ফরিদপুর : ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সব ভাষা শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি ও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রলীগের আয়োজনে মাতৃভাষায় মনের ভাব প্রকাশে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া খেলাঘরের পক্ষ থেকে ভাষা ও মুক্তিযুদ্ধের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : দিবসের প্রথম প্রহরে ডিসি মো. খলিলুর রহমান ও এসপি এস এম এমরান হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পরিষদের প্রশাসক, আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের শ্রদ্ধা জানাতে রাতে শহীদ মিনার চত্বরে ভিড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের সাধারণ মানুষ। এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রোববার রাত ১২টা ১ মিনিটে বিউগলের করুণ সুর ও তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শহীদ মিনারে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চেীধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর জাতীয় পার্টির (জাপা) পক্ষে সোলায়মান আলম শেঠ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সালাম নিজ নিজ সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানান। এ ছাড়া চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।
কাজী রাশেদ, চান্দিনা : যথাযথ মর্যাদায় কুমিল্লার চান্দিনায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, পৌর মেয়র মফিজুল ইসলাম প্রমুখ।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল শনিবার রাত ১১টা ৩০ মিনিটে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুরের ডিসি মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত এসপি শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : খুলনার শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারে ফুলের মালা দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা আলহাজ মিজানুর রহমান, নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ফুল দেন। এ ছাড়া খুলনা প্রেসক্লাব, খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : কুষ্টিয়ায় সর্বস্তরের মানুষ যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে ডিসি সৈয়দ বেলাল হোসেন ও এসপি প্রলয় চিসিম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে কুষ্টিয়া সরকারি কলেজে শহীদ মিনারে জেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ করে।
মিজানুর রহমান, ঝিনাইদহ : একুশের প্রথম প্রহরে প্রেরণা ৭১ চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদকে সঙ্গে নিয়ে ডিসি মাহবুব আলম, এসপি আলতাফ হোসেন, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর একে একে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, সিপিবি, জাতীয় পার্টি, ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অপর্ণ করে।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে । দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি মাহবুবুর রহমান, এসপি এ কে এম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, মাগুরা প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : মেহেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রথম প্রহরে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আখতার বানু, ডিসি শফিকুল ইসলাম, এসপি হামিদুল আলম প্রমুখ।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরায় উদযাপিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি, মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ও দায়রা জজ জোয়ার্দার আমিরুল ইলাম , ডিসি এ কে এম মহিউদ্দিন, এসপি চৌধুরী মঞ্জুরুল কবির প্রমুখ। এ ছাড়া প্রভাত ফেরিতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
মঈনুল হক বুলবুল, সিলেট : একুশের প্রথম প্রহরে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতারা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি করপোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে ৯টায় সিলেট সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাগঞ্জ : রাত ১২টা ১ মিনিটে পৌরসভা পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বিভিন্ন সংগঠনের পাশাপাশি শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের সম্মান জানাতে কলেজ শহীদ মিনারে সমাবেত হয়। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। প্রথম প্রহরে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণ করেন। এ ছাড়া একই সময়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ বেদীতে এবং ভাষা সৈনিকদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।