বাংলাদেশের অবস্থা খুবই পীড়াদায়ক : যুক্তরাজ্য
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) পার্মানেন্ট সেক্রেটারি মার্ক লোকক। তিনি বলেছেন, এখন বাংলাদেশে যে অবস্থা চলছে, তা বিদেশি বন্ধুদের জন্য খুবই পীড়াদায়ক।
আজ সোমবার রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন শেষে বার্তা সংস্থা ইউএনবিকে এসব কথা বলেন মার্ক।
চলমান সংকট সমাধানে সবারই দায়িত্ব রয়েছে মন্তব্য করে মার্ক বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলকেই কঠোর পরিশ্রম করতে হবে। দেশের শিক্ষা খাতে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবের দিকে নজর দিয়ে তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায়ও অংশ নিতে পারছে না।
বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার কথা উল্লেখ করে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের এই আমলা বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য যুক্তরাজ্য তার সমর্থন অব্যাহত রাখতে চায়। তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে রূপান্তর করার স্বপ্ন পূরণ হবে এবং এ দেশের মানুষের জন্য ভালো সুযোগ সৃষ্টি হবে।’
বাংলাদেশে আরো বেশি নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দেখতে চান বলে জানান মার্ক, যাতে করে তাদের স্বামীরা নারীদের আরো ভালো করে মূল্যায়ন করে এবং পারিবারিক সহিংসতা কমে যায়।
এই বস্তির মানুষের কাছ থেকে তিনি কী ধরনের বার্তা পেয়েছেন তা জানতে চাইলে মার্ক লোকক বলেন, বস্তির মানুষরা তার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে দখলদারদের সমস্যা। তারা এ জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা চেয়েছেন।
বাংলাদেশে নগরায়নের কথা উল্লেখ করে মার্ক বলেন, নগরায়ন উন্নয়নের জন্য একটি ভালো সুযোগ, কিন্তু এর জন্য যথাযথ পরিকল্পনা দরকার।
ব্রিটিশ এই আমলা বলেন, ভালো সুযোগ পাওয়ার জন্য বিশ্বজুড়ে মানুষ এখন শহরমুখী হয়ে পড়েছে। কিন্তু এটিকে অবশ্যই ভালোভাবে পরিচালনা করতে হবে। তিনি বলেন, ‘এই দেশের মানুষের জন্য নগরায়ন অবশ্যই একটি বড় সুযোগ...কিন্তু বাংলাদেশের এই প্রক্রিয়াকে ভালোভাবে পরিচালনা করতে হবে। উন্নয়নের জন্য বিশ্বের সব শহরেই নগরায়ন প্রক্রিয়া স্থান করে নিয়েছে।’
মার্ক আরো বলেন, সমাজের একটি অংশ কী চায় তা জানতে পারলে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা ও তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সহজ হয়। তিনি বলেন, ‘সমাজের মানুষের কথা শোনা এবং তাদের প্রয়োজনীয়তা বোঝা একটি সরকারের দায়িত্ব।’
বাংলাদেশের মানুষের উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে দাতা সংস্থা ইউকেএইডের কাজ দেখতে গতকাল রোববার ঢাকায় আসেন ডিএফআইডির প্রধান। আজ সোমবার রাতেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
একদিনের এই সফরে মার্ক লোকক সরকারি কর্মকর্তা, অংশীদার, সুবিধাভোগী, যুবনেতাসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউকেএইডের সহায়তা নিয়ে কীভাবে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে পারে এসব নিয়ে আলোচনা করেন তিনি।