অপহরণের অভিযোগে গাজীপুরে এক নারীকে গণপিটুনি

গাজীপুরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের দক্ষিণ খাইলকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী আবদুল কাদেরের একমাত্র সন্তান তামান্না (৬) স্থানীয় নবদূত কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো আজও সকালে সে স্কুলে যায়। সাড়ে ৮টার দিকে স্কুল থেকে বের হয়ে টিফিন কিনতে পাশের একটি দোকানে যায় তামান্না। এ সময় শাহিনূর আক্তার ঝর্ণা নামে এক নারীসহ কয়েক ব্যক্তি প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে যেতে থাকেন। কিছুদূর নিয়ে যাওয়ার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে তামান্নাসহ ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে শাহিনূর জানায়, তিনি খাইলকৈর বগারটেক এলাকায় ভাড়া থাকেন। কিন্তু তাঁর দেওয়া তথ্যমতে ওই বাড়িতে গিয়ে সত্যতা না পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত লোকজন অপহরণ করার অভিযোগে তাঁকে পিটুনি দেয়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, অপহরণ চেষ্টা ও গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনূরকে উদ্ধার করে। পরে বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে আহত শাহিনূরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান এসআই।
আটক ওই নারীর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকুয়াদি গ্রামে।
এ ঘটনায় স্কুলছাত্রী তামান্নার বাবা আবদুল কাদের অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।