খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত
রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পুলিশের কর্তব্যরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক কনস্টেবল।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে খিলক্ষেত বাজারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআইর নাম আল আমিন (৩২)। আহত কনস্টেবলের নাম শাহজাহান (৩৬)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাজারের সামনে রাস্তার পাশে দাঁড়ানো আল আমিনকে (নিহত এএসআই) ধাক্কা দেয়। এর পর ট্রাকটি পুলিশের গাড়িতেও ধাক্কা দেয়। এ সময় গাড়ির চালক কনস্টেবল শাহজাহান আহত হন।
দুর্ঘটনার পর সেখানে থাকা অপর পুলিশ সদস্যরা তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলে রাত ৪টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতে শাহজাহানকেও কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়।
ওসি নজরুল ইসলাম আরো জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।