চট্টগ্রামে পুড়ল ৫ বিদেশি কুরিয়ার
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বিদেশি কুরিয়ার সার্ভিসের কার্যালয় পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ প্রয়োজনীয় পণ্য ছাড়াও কাগজ ও আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ভবনটিতে থাকা অফিসার্স মেসেরও ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অফিসার্স মেস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন ভবনে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিঅ্যান্ডটি কুরিয়ার সার্ভিস, ডিএইচএল, ফেডেক্স ও অ্যারোম্যাক্স কুরিয়ার সার্ভিসের কার্যালয়। পাঁচটি প্রতিষ্ঠানেই আগুন ছড়িয়ে পড়লে প্রয়োজনীয় পণ্য ও আসবাবপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি ও নৌবাহিনীর দুটি গাড়ি তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।