কক্সবাজারে গ্রেপ্তার ১৯, ৪ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহপরীর দ্বীপের উপকূলে এ সময় চার লাখ ইয়াবা ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে কোস্টগার্ড।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা। তাঁদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে।
আজ সন্ধ্যায় টেকনাফে কোস্টগার্ডের কার্যালয়ে এক ব্রিফিংয়ে কোস্টগার্ডের সেন্টমার্টিন কন্টিনজেন্ট কমান্ডার লেফট্যানেন্ট ডিকসন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সেন্টমার্টিনস ও শাহপরীর দ্বীপের কন্টিনজেন্ট সদস্যরা আজ দুপুরে বঙ্গোপসগারের শাহপরীর দ্বীপের পশ্চিমে অভিযান চালান। এ সময় মিয়ানমার উপকূল থেকে দুটি মাছ ধরার ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে কক্সবাজার উপকূলের দিকে আসার সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে আটক করেন। পরে ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে চার লাখ ইয়াবা উদ্ধার এবং ট্রলারে থাকা ১৯ জনকে গ্রেপ্তার করেন। এ সময় ট্রলার দুটিও জব্দ করা হয়।
ডিকসন চৌধুরী আরো জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এই ইয়াবার চালান মিয়ানমার থেকে সংগ্রহ করে কক্সবাজার এবং চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন।