‘ছোট-বড়’ নিয়ে তর্ক, পরে গ্রামবাসীর সংঘর্ষ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার রোকন্দপুর ও যোগপাট্টা গৌরাঙ্গবাজার গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টেঁটাবিদ্ধ সবুজ মৃধাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গৌরাঙ্গবাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী তানজিল আহমেদ পাশের গ্রাম রোকন্দপুরের মিলন সিকদারের কাছে টাকা পেতেন। পাওনা টাকা আনার জন্য দোকানের কর্মচারী রাব্বিকে রোকন্দপুর গ্রামে পাঠান তানজিল।
তানজিল টাকা আনতে যাওয়ার পথে স্থানীয় যুবকদের সঙ্গে বড়-ছোট নিয়ে কথাকটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।