শরীয়তপুর জেলা আ.লীগের সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/28/photo-1456608444.jpg)
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা স্টেডিয়ামে ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন সভাপতি হিসেবে ছাবেদুর রহমান খোকা সিকাদার ও সাধারণ সম্পাদক হিসেবে অনল কুমার দের নাম ঘোষণা করেছেন।
দুপুর ১২টার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেছেন, ‘সময়মতো সম্মেলন হওয়া উচিত। দীর্ঘদিন সম্মেলন না করার প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ১৩ বছরে আমরা নতুন নতুন নেতৃত্ব পেতাম। সম্মেলন না হওয়ায় অনেক মেধাবী নেতৃত্ব বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ শওকত আলী, ফারুক খান, আবদুর রহমান, নাহিম রাজ্জাক, নাভানা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আবদুর রব মুন্সি, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক মজিবুর রহমান প্রমুখ।