টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ২০ মার্চ
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্থগিত উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ। নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মো. রাজীব আহসান এ তথ্য জানিয়েছেন।
এ আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী। নিউইয়র্কের এক অনুষ্ঠানে হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় সংসদ সদস্যপদ ছাড়তে হয় তাঁকে। গত বছর ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে অংশ নিতে কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করার পর জটিলতা শুরু হয়। গত বছরের ১৩ অক্টোবর ঋণখেলাপি হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে।
পরে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন কাদের সিদ্দিকী। রিট আবেদনে বলা হয়, ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা অবৈধ। কেননা, ব্যাংক কর্তৃপক্ষ পুনঃতফসিল করায় কাদের সিদ্দিকী ঋণখেলাপির অন্তর্ভুক্ত হননি।