বাউফলে সাংবাদিককে আটক করেছে পুলিশ
পটুয়াখালীর বাউফল জেলার এক পুলিশের এক সহকারী উপপরিদর্শকের সঙ্গে হাতাহাতির ঘটনায় ‘প্রথম আলো’র স্থানীয় প্রতিনিধিকে আটক করা হয়েছে।
বাউফল থানার ওসি নরেশ কর্মকার জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফলের কালাইয়া বন্দর পার হওয়ার সময় জ্যামে পড়ে মোটরসাইকেলে থাকা প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় নৌপুলিশ ফাঁড়ির এএসআই হালিম খানের কথা কাটাকাটি হয়। এটি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। হালিম খান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে উপজেলার একটি হাসপাতালে ভর্তি আছেন।
ওসি নরেশ কর্মকার বলেন, নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে বাউফল থানা হাজতে রয়েছেন।
মিজানুর রহমানের স্ত্রী শামীমা বেগম বলেন, এএসআই হালিম খান অকথ্য ভাষায় মিজানুর রহমানকে গালাগাল করেন। মিজান এর প্রতিবাদ করতে যান। এক সময় তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। তবে এটি কোনো উদ্দেশ্যমূলক ঘটনা নয়।
এ ঘটনায় পটুখালীর সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।