ফরিদপুর ও ভাঙ্গুড়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
পাবনার ফরিদপুর উপজেলার ছয়টি এবং ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬২ জন এবং সাধারণ সদস্য পদে ২৫০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে ফরিদপুর ইউনিয়নের পাঁচজনের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুজন বিদ্রোহী রয়েছেন। বনওয়ারী নগর ইউনিয়নের আটজন, তার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুজন বিদ্রোহী রয়েছে। হাদলে পাঁচজনের মধ্যে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী, বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচজনের আওয়ামী লীগের বিদ্রোহী একজন এবং পুঙ্গলী ইউনিয়নের পাঁচজন এবং ডেমরায় পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও উভয়দলের একাধিক বিদ্রোহীসহ মোট ২১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৭১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।