জুমার নামাজ পড়ে বেড়ার প্রার্থীদের প্রচার শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/04/photo-1457110083.jpg)
পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রচার শুরু করেছেন।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।
বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান, বিএনপির চাঁদ প্রামাণিক, রূপপুরে আওয়ামী লীগের আবুল হাশেম উজ্জ্বল, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা দলীয় সমর্থকদের নিয়ে প্রচার চালান।
অপরদিকে মাসুমদিয়ায় বিএনপির শামসুর রহমান সোমেজ, আওয়ামী লীগের মিরোজ হোসেন, পুরান ভারেঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী এ এম রফিকুল্লাহ, বিএনপি প্রার্থী কে এম মনজেদ আলী, নতুন ভারেঙ্গায় আওয়ামী লীগের আমজাদ হোসেন, জাতসাখিনী ইউনিয়নে বিএনপির আবদুল গনি ফকির, স্বতন্ত্র রেজাউল করিম বাবু, চাকলায় আওয়ামী লীগের ফারুক হোসেন, ঢালারচরে বিএনপির আতোয়ার রহমান টিপু, কৈটলায় আওয়ামী লীগের শওকত আলী নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।