নাটোরে মন্দিরে রাধা-কৃষ্ণসহ ৪ মূর্তি ভাঙচুর

নাটোর শহরের উপর বাজার এলাকায় রাধা বল্লভ জিউ মন্দিরে রাধা-কৃষ্ণসহ ভাঙচুর করা চারটি মূর্তি। ছবি : এনটিভি
নাটোর শহরের উপর বাজার এলাকায় রাধা বল্লভ জিউ মন্দিরে রাধা-কৃষ্ণসহ চারটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার জানান, মন্দিরের নির্মাণাধীন দ্বিতল ভবনের একটি কক্ষে রাখা রাধা-কৃষ্ণ ও তাদের দুই সখীর মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে ঝাড়ুদার দোতলায় গিয়ে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মন্দির কমিটির লোকজনকে খবর দেন।
খবর পেয়ে নাটোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে বলে জানায় মন্দির কমিটি।