বেড়ায় ব্যস্ত আ. লীগ, প্রচারে কম বিএনপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457799894.jpg)
পাবনার বেড়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে জয়ী হতে প্রার্থীদের চোখে ঘুম নেই। নাওয়া- খাওয়া ছেড়ে প্রার্থীরা এখন সময় পার করছেন গণসংযোগে। সারাদিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন। ক্লান্ত হয়ে ফিরছেন গভীর রাতে।
উপজেলার নয়টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারে। তবে কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রচার বেশি চোখে পড়ছে। সে তুলনায় বিএনপি প্রার্থীদের প্রচার কম। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে অনেক চেয়ারম্যান পদপ্রার্থীই সন্দেহ প্রকাশ করেছেন। ছবি সংবলিত পোস্টার টাঙানো ছাড়া অনেক ইউনিয়নে সেভাবে দেখা মেলেনি বিএনপি প্রার্থীদের।
উপজেলার কৈটলা ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘ভোট সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় আছে। সুষ্ঠু ভোট হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
তবে ভোটাররা বলছেন, আনিছুর রহমানকে নির্বাচনী মাঠে এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি।
এ ইউনিয়নের কুটেশ্বরী বাজারের একজন দোকানদারের মতে, এখানকার নির্বাচনী মাঠ এবার ঠান্ডা।
একই রকম চিত্র দেখা গেছে, হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নেও। সেখানে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়ালেও বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান চাঁদ প্রামাণিককে সেভাবে প্রচারে নামতে দেখা যায়নি।
তবে কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে একই দলের ‘বিদ্রোহীরা’। চাকলা ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ শামীমুল ইসলাম ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক দিনরাত ব্যস্ত রয়েছেন নির্বাচনী কাজে।
ঢালারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও ‘বিদ্রোহী প্রার্থীর মধ্যে এরই মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চেয়ারম্যানদের পাশাপাশি ওয়ার্ড সদস্যপদের প্রার্থীরাও রয়েছেন নির্বাচনী মাঠে। তিন শতাধিক প্রার্থী দিনরাত ভোটারদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা প্রার্থীরাও।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা পোস্টার, হ্যান্ডবিল প্রস্তুত করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নয়টি ইউনিয়নে নির্বাচনী প্রচারে মাঠ সরগরম হয়ে উঠছে।