রায়গঞ্জে ভোটযুদ্ধে সাবেক দুই এমপির ছেলে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/13/photo-1457809603.jpg)
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধামাইনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাবেক দুই সংসদ সদস্যের ছেলে মুখোমুখি হয়েছেন। নিজেদের বিজয় নিশ্চিত করতে দুইজনই কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন।
এদের একজন আওয়ামী লীগ থেকে এবং অপরজন বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। সম্পর্কে তাঁরা চাচাতো ভাই।
জানা গেছে, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও আংশিক সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জামসেদ আলীর ছেলে ইমতিয়াজ মাহমুদ খোকন বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন। অপরদিকে প্রয়াত সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের ছেলে রাইসুল হাসান সুমন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন।
স্থানীয় লোকজন জানান, আগামী ২২ মার্চ প্রথম দফায় রায়গঞ্জের ধামাইনগরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ইউনিয়নে বড় দুই দলের প্রার্থী হয়েছেন সাবেক দুই এমপির ছেলে। একই গ্রাম বাকাইয়ের বাসিন্দা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। দুইজনের বাবাও ধামাইনগর ইউপির চেয়ারম্যান ছিলেন।
আশির দশকে চেয়ারম্যান থাকাবস্থায় বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জামসেদ আলী। ১৯৮৬ সালে চেয়ারম্যান পদে থাকা অবস্থায়ই আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন ইসহাক হোসেন তালুকদার। এ ছাড়া ইসহাক হোসেন তালুকদার ২০০৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য হন। সংসদ থাকাবস্থায় তিনি মারা যান।
সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ক্ষুদ্র-নৃগোষ্ঠী অধ্যুষিত রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ২০৮ জন। এ ইউনিয়নে অন্য দুই প্রার্থীরা হলেন গোলাম রব্বানী (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মোখলেছার রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।