গভীর সাগর থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭

কক্সবাজারের গভীর সাগরে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর সাত মাঝি-মাল্লাকে।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোহসিনুল হক এ তথ্য জানান।
এএসপি সৈয়দ মোহসিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে সমুদ্র পথে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার হয়ে চট্টগ্রামের দিকে যাবে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল আজ দুপুরে কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ‘এফভি রাফসান’ নামের একটি মাছ ধরার ট্রলার জব্দ করে এবং ওই ট্রলারে থাকা ৭ মাঝি-মাল্লাকে আটক করে।
পরে মাঝি-মাল্লাদের জিজ্ঞাসাবাদ করে ট্রলারের কোল্ড স্টোরেজ থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাঝি-মাল্লারা র্যাবকে জানায়, তারা মিয়ানমার থেকে এসব ইয়াবা চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিল।
র্যাব জানায়, আটকরা সবাই ইয়াবা বহনকারী। এসব ইয়াবার মূল মালিককে আটক করার চেষ্টা চালছে। আটকরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের বাসিন্দা।