বেড়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে গুলি
পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রূপপুর ইউনিয়নে টেলিফোন প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিপ্লব চক্রবর্তী বিপুর বাড়িতে দুর্বৃত্তরা এ গুলি চালায়।
এ সময় তারা চারটি গুলি ছোড়ে বলে জানিয়েছে বিপ্লবের পরিবার। তবে এ সময় সবাই ঘরে থাকায় কেউ হতাহত হয়নি।
খানপুরা মহাকাল ভৈরব মন্দিরের পুরোহিত ও বিপ্লব চক্রবর্তীর বাবা বাসুদেব চক্রবর্তী জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তাঁরা ঘুমাতে গেলে কয়েকজন লোক নিজেদের একটি প্রতীকের পক্ষে ভোট চাইতে এসেছি বলে ডাকাডাকি করতে থাকে। এ সময় তিনি ঘর থেকে উত্তর দিলে তারা তাঁকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা মন্দির প্রাঙ্গণ থেকে গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
বাসুদেব চক্রবর্তী জানান, আমিনপুর থানার পুলিশকে ঘটনা জানালে তারা ঘটনাস্থলে এসে একটি গুলির খোসা উদ্ধার করে।
বিপ্লব চক্রবর্তীর বাড়ির লোকজন জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তাঁর ওপর অব্যাহত হুমকি আসতে থাকে। নির্বাচনের ফেস্টুনগুলো বাড়িতেই পড়ে থাকতে দেখা গেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, পুলিশ ঘটনার পরপরই সেখানে গিয়েছিল। নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে দলে ভেড়াতে এটা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।