কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভলিবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত জুয়েল আহমেদ (২০) নামে এক যুবক মারা গেছেন।
গতকাল রোববার রাতে উপজেলার দক্ষিণ খঞ্জনমারা গ্রামে জুয়েলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জুয়েল খঞ্জনমারা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার বিকেলে উপজেলার দক্ষিণ খঞ্জনমারা গ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে জুয়েল আহমেদের সঙ্গে একই গ্রামের মাইদুল, রাসেল, সোহেল, কামরুলসহ ৯-১০ জনের বিরোধ তৈরি হয়।
এ ঘটনা নিয়ে রোববার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় ইউপি সদস্য আজিবর রহমানের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে খঞ্জনমারা বাঁশের সাঁকো এলাকায় জুয়েল আহমেদের ওপর চড়াও হয় কতিপয় দুর্বৃত্ত। তারা জুয়েলকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে জুয়েল মাটিতে পড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা মৃত ভেবে জুয়েলকে ফেলে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী জুয়েলকে উদ্ধার করে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত সাড়ে ৯টায় সেখানেই তিনি মারা যান।
ইউপি সদস্য আজিবর রহমান বলেন, ‘জুয়েলকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পর একটা চিৎকার শুনতে পাই। তখন আমি পাশের একটি ছেলেকে ফোন দিলে সে জানায় জুয়েলকে এলোপাতাড়ি কোপানো হয়েছে। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাদের ধরার চেষ্টা চলছে।