দেবীদ্বারে ইউপি নির্বাচনে সংঘর্ষে আহত ৮
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/22/photo-1458656374.jpg)
কুমিল্লার দেবীদ্বারে সংঘর্ষের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফতেহাবাদ, সুলতানপুর ও ভানী ইউনিয়নে ভোটের সময় পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
ফতেহাবাদ ইউনিয়নে আহত পাঁচজনের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। এঁরা হলেন বড়কান্দা গ্রামের ইসমাইল হোসেন (৪২), সোহেল মিয়া (৩৫) ও মনির হোসেন। গুরুতর আহত ইসমাইল ও সোহেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচরে ছুরিকাঘাতে আহত বাবুল হোসেন (২৫) ওই এলাকারই আলী আকবরের ছেলে। তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। ইউনিয়নের বক্রিকান্দি কেন্দ্রে দুর্বৃত্তদের আঘাতে আহত আলম মিয়া (৩৫) চান্দিনা বেলাশ্বর গ্রামের জুনাব আলীর ছেলে। ভানী ইউনিয়নে আহত জাহাঙ্গীর আলম (৩৫) ভানী গ্রামের জোহর আলীর ছেলে।
জেলা পুলিশ সুপার জানান, আজ সকাল ১০টার দিকে বড়কান্দা ভোট কেন্দ্রের বাইরে ফতেহাবাদ ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী বিল্লাল হোসেন (টিউবওয়েল) ও কবির হোসেনের (ফুটবল) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন, সোহেল মিয়া ও মনির হোসেনসহ পাঁচজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা একটি ব্যালট বই ছিনিয়ে নিয়েছিল। পরে তা আবার ফেরত দিয়ে গেছে। এ সময় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
দুপুর ১২টায় সুলতানপুর ইউনিয়ন পরিষদে নূর মানিকচর ভোটকেন্দ্রে এক অজ্ঞাত দুর্বৃত্ত ছুরি দিয়ে বাবুল হোসেনের পেট কেটে দেয়। তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কুমিল্লায় পাঠানোর পরামর্শ দেন। ইউনিয়নের বক্রিকান্দি কেন্দ্রে গেলে আলম মিয়াকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত।
এছাড়া ভানী ইউনিয়ন পরিষদের ভানী কেন্দ্রে দুপুরের দিকে নির্বাচনী সংঘর্ষে জাহাঙ্গীর আলম আহত হন। পরে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।