কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছেন বিজিবি সদস্যরা। এ সময় একজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের দিয়াডাংগা বিওপির সুবেদার মো. সহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে ভোর ৪টায় মেইন পিলার ৯৮৪ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলমারী এলাকায় অবস্থান নেয়। এ সময় একজন লোক পায়ে হেঁটে গরু নিয়ে ওই স্থানে আসার পর টহলদলকে দেখামাত্রই গরুর রাখাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ছয়টি গরু আটক করতে সক্ষম হয়। আটক করা গরুর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানা গেছে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, আটক করা গরু জয়মনিরহাট শুল্ক অফিসে জমা করা হয়েছে এবং আটক ব্যক্তিকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে।