নীলফামারীতে বাল্যবিবাহ, কনের বাবাসহ ১০ জনের সাজা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/26/photo-1459013638.jpg)
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গাইবান্ধাপাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের বাবাসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন কনের বাবা তোরাব আলীকে ২৫ দিন, কনের আত্মীয় ময়নুল ইসলাম, আবু সাঈদ ও মনোয়ার হোসেনকে ২০ দিন, বরের আত্মীয় ও বরযাত্রী দবিরউদ্দিন, ওমর ফারুক, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিক, আবদুল আলিম ও সিরাজুল ইসলামকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার রাতে ওই এলাকার তোরাব আলীর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছিল। বর ছিলেন জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের মৃত মহিউদ্দিন ওরফে মালগাড়ীর ছেলে সাইফুল ইসলাম (২২)। শুক্রবার গভীর রাতে ডিমলা থেকে বরযাত্রী আসে কনের বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী। এ সময় অনেকে পালিয়ে যান। ওই ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক ব্যক্তিদের আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নকে পৃথক পৃথকভাবে গণসমাবেশের মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।