আ.লীগের প্রার্থীর কর্মী ওপর হামলা, বাড়িতে আগুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459086947.jpg)
নীলফামারীতে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জুলফিকার আলী ভুট্টোর কর্মীর ওপর হামলা ও তাঁর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত বুদারু বর্মণ মৎস্যজীবী সমিতির সভাপতি। তাঁকে সদর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
জুলফিকার আলী ভুট্টো অভিযোগ করে বলেন, ওই দিন রাতে চৌরঙ্গী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার মিটিং শেষে বুদারু বর্মণ বাড়ি ফিরছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী মো. মোশাররফ হোসেনের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। তারা বুদারুর ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে এবং চৌরঙ্গী বাজারে নির্বাচনী অফিস ভাঙচুর করে। ঘটনার পর ওই এলাকার চৌকিদার মজিদুল ইসলাম বুদারু বর্মণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে কথা বলার জন্য মো. মোশাররফ হোসেনকে পাওয়া যায়নি।