তনু হত্যায় প্রতিবাদ অব্যাহত
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে প্রতিবাদকারীরা অবিলম্বে তনু হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে শ্রীনগর ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে মানববন্ধন করে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। আজ বেলা ১১টায় শ্রীনগর-ভাগ্যকুল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শ্রীনগর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী বৃন্দের আয়োজনে এ সময় আমিনুল ইসলাম, জয় সরকার, অন্তর হোসেন, কৃষ্ণ দাস, রাজীব পালসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : তনু হত্যাকারীদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে দফায় দফায় বিক্ষোভ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার সন্ধ্যায় কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ বিক্ষোভ শেষে আজও বিক্ষোভ অব্যাহত রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। কলেজ শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, তনু হত্যার বিচার না হওয়া পর্ষন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।
সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে কলা ভবনের সামনে তনু হত্যার বিচার মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : তনু হত্যার বিচারের দাবিতে আজ সোমবারও চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম হোসনে। বক্তারা দ্রুত তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘প্রথম আলো বন্ধুসভা’ আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ল’ইয়ার্স স্টুডেন্ট ফোরাম কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবদুল ওহাব বক্তব্য দেন। বক্তারা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সাইফুল ইসলাম সজল, যশোর : কুমিল্লায় তনু হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ আজ সোমবার সকাল ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে স্বজন ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তৃতায় ‘স্বজন’ নেতারা বলেন, ‘বড় বড় কথা আর শুনতে চাই না, তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ অন্য কোনো ইস্যুর আড়ালে তনুর হত্যার বিচারের ইস্যু যাতে হারিয়ে না যায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন স্বজনের সভাপতি সাধন দাস, সহসভাপতি মিহির রায়, সাধারণ সম্পাদক চন্দন ঘোষ, প্রচার সম্পাদক সুজন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
কে এম সবুজ, ঝালকাঠি : তনু হত্যার বিচারের দাবিতে ঝালকাঠি ও নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ঝালকাঠির ঝালকাঠি-বরিশাল সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি থিয়েটার এ মানববন্ধনের আয়োজন করে।
এদিকে তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় স্থানীয় মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নলছিটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামছুল আলম খান, সাংবাদিক মিলন কান্তি দাস, কে এম সবুজ, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান ও সংস্কৃতিকর্মী তপন দাস। এ সময় বক্তারা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
আইয়ুব আলী, ময়মনসিংহ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজের ফটকে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছাত্র কল্যাণ পরিষদ ও আনন্দমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে তনুর প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো এনামুল হাসান আকন্দ, ইসতিয়াক আহমেদ শামীম, শহিদুল ইসলাম, তানভীর হাসান, দেলোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়া রাজধানীতে গতকাল রোববার গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তনু হত্যার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে। গ্রিন ইউনিভার্সিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাব এবং টেক্সটাইল ক্লাবের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গ্রিন ইউনিভার্সিটির বিপুল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।