শ্রীনগরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুড়ারবাগ গ্রামে ডাকাত সন্দেহে ফরিদ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদের বাড়ি ঢাকার দোহার উপজেলার রানীপুর গ্রামে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, রাতে পুড়ারবাগ এলাকায় মোহাম্মদ আজিমের বাসায় ডাকাতি হয়। এলাকাবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ফরিদ মোল্লাকে ঝোপের নিচে লুকিয়ে থাকা অবস্থায় পেয়ে পেটাতে থাকে গ্রামের লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মজিবুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ফরিদ মোল্লার কাছে থাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করে। একটি মোবাইলের কললিস্ট দেখে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়। তিনি বলেন, ফরিদের বিরুদ্ধে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা আছে। তিনি এলাকার চিহ্নিত ডাকাতচক্রের সদস্য।