কালিয়াকৈরে আগুনে পুড়ল গুদাম-দোকান-বাড়ি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/23/photo-1427092832.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলার গুদাম, ২৫টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টার দিকে কালিয়াকৈরের হরিণহাটি এলাকার একটি বাড়িতে আগুন ধরে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওই বাড়ির ২০-২৫টি ঘর এবং পাশের পাঁচটি দোকান ও মালামাল পুড়ে যায়।
এর আগে রাত ৮টার দিকে উপজেলার বাড়ৈবাড়ী এলাকার একটি তুলার গুদামে আগুন ধরে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে গুদামে থাকা তুলা পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।