ট্রাকের ধাক্কায় পান ব্যবসায়ী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/03/photo-1459635272.jpg)
নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় আবদুল কাদের (২৭) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী শ্যামের ডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের জেলার ডোমার উপজেলার জামিরবাড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল কাদের চওড়া বড়গাছা থেকে সাইকেলযোগে জামিরবাড়ীর নিজ বাড়ি আসছিলেন। একই পথে নীলফামারী থেকে ডোমার ফার্মে একটি খালি ট্রাক যাচ্ছিল। শ্যামের ডাঙ্গায় ট্রাকটি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পর থেকেই ট্রাকচালক নিখোঁজ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।