ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/03/photo-1459689652.jpg)
সোনালী ব্যাংক কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা শাখা থেকে এক নারী গ্রাহকের দেড় লাখ টাকা চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে।
এ ঘটনায় ব্যাংকের ভেতরের নিরাপত্তা নিয়ে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী চান্দিনার মহিচাইল গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমি ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে পাশের সিটে বসে গুনছিলাম। আমার পাশে থাকা এক নারী টাকা গণনার সময় বারবার বিভিন্ন কথা বলে বিরক্ত করছিলেন। একপর্যায়ে কয়েকটি নোট ছেঁড়া থাকায় ওই নারী কাউন্টার থেকে বদলিয়ে আনার জন্য বলে। আমি বাকি টাকাগুলো সিটে রেখে দাঁড়িয়ে একটু সামনে এগুতে ওই নারী সব টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’
এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক মো. ছাইদুল বাহার জানান, ‘আমাদের চারজন নিরাপত্তাকর্মী রয়েছেন। এসব ঘটনা এড়াতে গ্রাহকদেরই সতর্ক থাকতে হবে।’