নীলফামারীর ডিমলায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/05/photo-1459810314.jpg)
রোববার সকালে নীলফামারীর ডিমলা থানা পুলিশ এক বিচারাধীন মামলার আসামিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
জানা যায়, আসামি হাসিনুর রহমানের (৩৫) বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কোর্টে মামলা বিচারাধীন থাকাবস্থায় দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছিল। হাসিনুর রহমান উপজেলার বাবুরহাট (পুরান থানা) গ্রামের ভেদু মামুদের ছেলে।
ডিমলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালালে ১০০ বোতল ফেনসিডিলসহ হাসিনুরকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে কোর্টে পাঠানো হয়েছে।