সিলেটে ব্যবসায়ী খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/23/photo-1427125939.jpg)
সিলেটের ওসমানীনগর উপজেলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ইলাশপুর গ্রামে এক চায়ের দোকান থেকে গলায় ছুরির আঘাত ও লুঙ্গি পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মন্টু দেব (৪৫)।
নিহত মন্টুর পরিবারের বরাত দিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, চারদিন আগে রাজু নামের এক যুবকের সাথে বন্ধুত্ব হয় মন্টু দেবের। এর পর থেকে মন্টুর দোকানে ঘুমাত রাজু। রোববার রাতে বাড়ি থেকে খাবার এনে একসাথে খাওয়া-দাওয়া করে রাজুর সাথে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন মন্টু।
পরদিন সকালে দোকানের ভেতর মন্টুর রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁর গলায় ছুরির আঘাত ও পরনের লুঙ্গি গলায় শক্ত করে বাঁধা ছিল। এর পর থেকে রাজুকেও খুঁজে পাওয়া যায়নি। তাঁর পরিচয় সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি জানান, মন্টুকে খুনের পর দোকান থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও ফ্ল্যাক্সিলোডের একটি মোবাইল ফোন নিয়ে গেছে ঘাতক। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।