ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460301289.jpg)
নীলফামারীতে বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে জুয়েল রানা (১৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত জুয়েল সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দক্ষিণ রামকলা গ্রামের বাসিন্দা।
সদর থানা উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, বিকেলে ছাত্রীটি বাড়ি ফেরার সময় জুয়েল তাকে আটকিয়ে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় মেয়েটি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ওই যুবকের ছয় মাস কারাদণ্ডাদেশ প্রদান করেন। এসআই আসাদুজ্জামান আসাদ জানান, দণ্ডাদেশপ্রাপ্ত জুয়েলকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।