সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460303287.jpg)
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ওহাব খান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সৈয়দপুরে বাইপাস সড়কের অনির্বাণ ম্যাচ কারখানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহাব সৌদি আরবে থাকতেন। তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা আমানত শাহ নামের একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওহাব খান ঘটনাস্থলেই মারা যান।
এদিকে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর এলাকা থেকে জাহানারা বেগম (২৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার স্থানীয় বাসিন্দারা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাড়ি পরিহিত ওই নারী গাছের সাথে দড়ি ঝুলিয়ে ছিল। জাহানারা রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।