আট হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/20/photo-1461151039.jpg)
আবারো কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের অবৈধ পাইপলাইন উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে গতকাল মঙ্গলবার মুরাদনগরের কামাল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চতুর্থবারের মতো আট হাজার ফুট গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার মাধ্যমে কতিপয় ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্র মুরাদনগরের কামাল্লাসহ বিভিন্ন এলাকার গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, পুনরায় সংযোগ স্থাপন করে আসছে চক্রটি।
বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে চতুর্থ দফায় উচ্ছেদ অভিযান চালিয়ে আট হাজার ফুট গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।’
এদিকে বার বার সংযোগ দেওয়া ও বিচ্ছিন্ন করায় বিভ্রান্তিতে পড়েছেন সংযোগ গ্রহণকারীরা। বাখরাবাদের পক্ষ থেকে সম্পূর্ণ রূপে উচ্ছেদ না করায় চক্রটি সুযোগ পাচ্ছে বলে মনে করছে সাধারণ মানুষ। জড়িতদের শাস্তিও দাবি করেছে তারা।
তবে এ কাজে বাখরাবাদের কেউ জড়িত নয় এবং অল্প সময়ে উচ্ছেদ কঠিনসাধ্য বলে জানান বাখরাবাদ কর্মকর্তারা।
এর আগে গত বছর ১৯ অক্টোবর ও ৫ নভেম্বর মুরাদনগরের করিমপুর থেকে কামাল্লা বাজার পর্যন্ত ১২ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে মোট চার দফা অভিযান পরিচালনা করা হয়েছে।