যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, শারীরিক কসরতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে আজ বৃহস্পতিবার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৪৪তম মহান স্বাধীনতা দিবস।
বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : রাত ১২টা ১ মিনিটে বিউগলের সুরে বেজে ওঠা ধ্বনির পর শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। এর পর নগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির পক্ষে নগর আহ্বায়ক সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদ, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি।
মারুফ আহমেদ, সিলেট : রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, মহানগর পুলিশ, জেলা পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
আইয়ুব আলী, ময়মনসিংহ : দিবসের প্রথম প্রহরে শহরের পাটগুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে ২১ বার তোপধ্বনি করে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে বেলুন উড়িয়ে সার্কিট হাউস মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরতের শুভ সূচনা করা হয়। পরে পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শারীরিক কসরত প্রদর্শন করে।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। এর পর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ এবং সুরা ফাতেহা পাঠ করা হয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিমের পরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মজমপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য দেওয়া হয়। সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলনসহ সারা জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
আসাদুর রহমান জয়, নওগাঁ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে নওগাঁর মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক। এর পর জেলা পুলিশ, জেলা প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে শহরের এটিম মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শহরের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল থেকে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নাসির আহমেদ, গাজীপুর : প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। পরে শহীদদের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এর পর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার হামিদুল আলম, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মিজানুর রহমান, ঝিনাইদহ : সকাল ৬টায় স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সংসদ সদস্য মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেন। একই সময় জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ পদস্থ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল থেকে দলে দলে ছুটে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।
আবু হোসাইন সুমন, মংলা : উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারসহ অন্যরা বক্তব্য দেন। এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের হয়।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর দিগরাজ নৌঘাঁটিতে নৌবাহিনীর সুসজ্জিত যুদ্ধজাহাজ আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
কাজী রাশেদ, চান্দিনা : যথাযথ মর্যাদায় কুমিল্লার চান্দিনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে চান্দিনা পাইলট হাই স্কুল খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকশী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।