চান্দিনায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল নবজাতকের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/24/photo-1461501386.jpg)
কুমিল্লার চান্দিনায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একদিন বয়সী এক নবজাতক নিহত হয়েছে। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
নিহত নবজাতক মুরাদনগর উপজেলার দরানীপাড়া গ্রামের মো. হাসান ও রুপালীর সন্তান।
আহতের মধ্যে চারজন নিহত নবজাতকের স্বজন। এই চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। অন্যজন অ্যাম্বুলেন্স-চালক মাহাবুব (২৫)। তাঁর বাড়ি চান্দিনার দারিয়াপুর গ্রামে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাহাত সিদ্দিকী জানান, আজ বেলা সোয়া ১১টার দিকে চান্দিনা উপজেলা গেট এলাকায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কুমিল্লায় যাচ্ছিল। পথে ঢাকাগামী আল আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক, নারী ও শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়। এদের মধ্যে চালকসহ তিনজন সামনের সিটে চাপ লেগে আটকে যায়। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাঁদের উদ্ধার করে চান্দিনার বিভিন্ন হাসপাতালে পাঠায়।
গুরুতর আহত একদিন বয়সী এক নবজাতক চান্দিনা মোহনা হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় মারা যায়।
চান্দিনা মেডিকেয়ার হাসপাতালের স্বত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার হাসপাতালে চিকাৎসাধীন রুপালীর একদিন বয়সের শিশু শ্বাসকষ্ট হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’
খবর পেয়ে চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. মোছলে উদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের উদ্ধারে সহায়তা করেন।