কুমিল্লায় অবৈধ পাইপলাইন উচ্ছেদ অভিযান, একজনের দণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/30/photo-1462034743.jpg)
কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পঞ্চমবারের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার এ অভিযানে জেলার মুরাদনগরের কামাল্লায় তিন হাজার ফুট পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডাদেশ পাওয়া মনিরুল ইসলাম মুন্সি একজন ঠিকাদার। গতকাল কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।
মনিরুল অবৈধ সংযোগের জন্য বাখরাবাদকেই দায়ী করেছেন।
বাখরাবাদ গ্যাসের দেবীদ্বার অফিসের উপব্যবস্থাপক ও ইনচার্জ মো. বাপ্পী শাহরিয়ার বলেন, ‘মনিরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গতকালসহ সম্প্রতি মুরাদনগরের কামাল্লাতেই দুই দফা অভিযান চালায় জেলা প্রশাসন। উত্তোলন করা হয় এগারো হাজার ফুট অবৈধ পাইপলাইন। এর আগে গেল বছর ১৯ অক্টোবর ও ৫ নভেম্বর মুরাদনগরের করিমপুর থেকে কামাল্লা বাজার পর্যন্ত ১২ হাজার ফুট অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। এ উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এলাকার মানুষ।